নওগাঁয় ৭০০ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে কৃষকের একটি আম বাগানের প্রায় ৭০০ আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার তিলনা ইউনিয়নের হরিপুর মোড়ের পাশে একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাগান মালিকের থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চাঁচাহার গ্রামের কৃষক আব্দুস সামাদ মণ্ডল প্রায় ৩০ বছর পূর্বে হরিপুর মৌজায় ৩ একর ৩৪ শতক জমি ক্রয় করে একটি আম বাগান করেন। আব্দুস সামাদ মণ্ডল এর জমি ক্রয়ের পর হতে হরিপুর গ্রামের হোসেন উদ্দীনের ছেলে নুরুজ্জামান ওই জমিটি নিজ দখলে নেয়ার জন্য কোর্টে একটি মামলা দায়ের করেন। বেশ কিছুদিন মামলা চলার পর কোর্টের দায়েরকৃত মামলার রায় ক্রয়সূত্রে মালিক চাঁচাহার গ্রামের কৃষক আব্দুস সামাদ মণ্ডল এর পক্ষে যায়।
এরপর হতে নুরুজ্জামান ওই জমিটি জবর দখলের নানা পায়তারা চালিয়ে আসতে থাকে। ঘটনার দিন ভোর বেলা হরিপুর গ্রামের হোসেন উদ্দীন ও তার ছেলে নুরুজ্জামান বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে ১৫/২০ জনের একটি দুষ্কৃতিকারী দল ওই জমিতে অনাধিকার প্রবেশ করে জমিতে সৃষ্ট আম বাগান হতে ৫ বছর বয়সের অনুমান ৭শটি আম গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
এ ঘটনায় সোমবার দুপুরে জমির মালিক আব্দুস সামাদ মণ্ডলের ছেলে মাহাবুবুল আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।