কুবিতে আইসিটির পর আন্দোলনে গেল আইন বিভাগ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাসরুম এবং শিক্ষক বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন আইন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটের সামনে এ আন্দোলন শুরু করেন তারা।
এ সময় আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে তারা জানান, আমাদের মূল দাবি ক্লাসরুম বৃদ্ধি করা। আমাদের চারটি ব্যাচকে একটি মাত্র কক্ষে ক্লাস করতে হয়। সামনে নতুন আরেকটি ব্যাচও আসছে। সেইসঙ্গে আমাদের শিক্ষক সংকট অতি তীব্র। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করব।
গত ১১ নভেম্বর শ্রেনীকক্ষ সংকট নিরসন, পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ ল্যাবরুম নিশ্চিতকরণ, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ল্যাবের সুষম বন্টন, শিক্ষক সংকট নিরসন, বিভাগ নিয়ে করা এক শিক্ষকের কটুক্তিমূলক বক্তব্য প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীরা।