শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, ৩ নম্বর সতর্কতা বহাল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ | ৪৫৪

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের দিকে ধেয়ে আসছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এটি বাংলাদেশ নাকি ভারতের উপকূলে আঘাত হানবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আকারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে এটি আজ শুক্রবার সকালে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আগামীকাল এটি আরো শক্তি সঞ্চয় করতে পারে এবং রবিবার (১০ নভেম্বর) পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে গতকাল বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১শ কিলোমিটার পর্যন্ত