মির্জাপুরে হাত মুখ বাধা গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্বার

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১০ পিএম, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ | ৭০১

টাঙ্গাইলের মির্জাপুরে হাত মুখ বাধা এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রশিদ দেওহাটা বেঙ্গল মিলের পাশ থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪০)। পিতার নাম জালাল উদ্দিন। বাড়ি পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার রুপপুর গ্রামে বলে জানা গেছে।

পুলিশ জানায়, কামাল হোসেন ঢাকার একটি বাইং হাউজে চাকুরী করতেন। বেলা ১১ টার দিকেও তিনি তার পরিবারের সাথে সর্বশেষ কথা বলেছেন  তার  মরদেহটি রাস্তার ওইস্থানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সন্ধা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি মির্জাপুর থানায় আছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন দুর্বৃত্তরা কামালকে হত্যা করে ফেলে রেখে গেছে। নিহতের হাত মুখ বাধা দেখে মনে হয়েছে সবেমাত্রই হত্যা করে ফেলে রেখে গেছে।