দুর্নীতি প্রমাণে ব্যর্থ হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পিএম, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ | ৩৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী যে আন্দোলন চলছে, সেই অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ, অস্বচ্ছল দুর্ঘটনায় আহত এবং প্রয়াত সাংবাদিক পরিবারকে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের ৫৩ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন শেখ হাসিনা। এ সময় সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অহেতুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। উন্নয়ন প্রকল্প নেয়ার পরই একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কথায় কথায় ভিসির বিরুদ্ধে আন্দোলন, ভিসিকে দুর্নীতিবাজ বলছে। এখানে আমার একটা স্পষ্ট কথা, যারা ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে, তাদেরকে কিন্তু এই অভিযোগ প্রমাণ করতে হবে। এবং তথ্য দিতে হবে, তারা যদি তথ্য দিতে পারেন নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেবো এবং অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।