নৌকার বিজয়ের লক্ষে সংগঠিত হচ্ছে আওয়ামীলীগ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, রোববার, ২৬ নভেম্বর ২০১৭ | ১৪৩৩

একাদশ জাতয়ি সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগ সংগঠিত হচ্ছে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন তাদের সাংগঠনিক তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নেতৃবৃন্দের বক্তব্যের মুল বিষয় হচ্ছে নৌকার বিজয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন তাদের সাংগঠনিক তৎপরতা তত বৃদ্ধি করছে। সমস্ত দ্বিধা দ্বন্দ ভুলে এক কাতারে আসার চেষ্টায় রয়েছে তারা। সকল নেতৃবৃন্দের বক্তব্যের কেন্দ্রবিন্দু নৌকার বিজয়কে ঘিরে। কিভাবে নৌকার বিজয় নিশ্চিত করা যায় সে লক্ষে মুল দল সহ সকল সহযোগী সংগঠনের সাংগঠনিক তৎপরতায় এখন মুখরিত পুরো মির্জাপুর।

এক সময়কার বিএনপির ঘাটি হিসেবে পরিচিত টাঙ্গাইলের এই নির্বাচনী এলাকাটিতে আওয়ামীলীগ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। পরপর তিনবার এই আসন থেকে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ের ফলে এখানে দিন বদলে গেছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে এ্খানে যারা প্রতিনিয়ত দলীয় এবং ব্যক্তিগতভাবে তৎপরতা চালাচ্ছেন তারা হলেন বর্তমান এমপি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, জেলা যুবলীগের সহসভাপতি খান আহমেদ শুভ, জেলা আওয়ামীলীগ নেতা মেজর (অব ) খন্দকার আব্দুল হাফিজ।

এরা প্রত্যেকেই দলীয় কর্মকান্ডের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সারা নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।
আওয়ামীলীগ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে দলকে সংগঠিত করে যাচ্ছে। সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচী শুরু করায় দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে আরেক নতুন মাত্রা পেয়েছে।

দীর্ঘদিন নিশ্চুপ থাকা উপজেলা যুবলীগ আবার জেগে উঠেছে নৌকার বিজয় পাল উড়াতে। গত জুলাই মাসে উপজেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠনের পর থেকে তারা সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে। তাদেরও মুল লক্ষ নৌকার বিজয়ের ক্ষেত্রে অনন্য ভুমিকা নিয়ে মাঠে অবস্থান করা।

উপজেলা যুবলীগের আহবাযক শামীম আল মামুন দৃঢ়তার সাথে সহযুদ্ধাদের প্রতি আহবান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের ক্ষেত্রে যুবলীগ অগ্রণী ভুমিকা পালন করবে।

নতুন উদ্যমে নতুন বার্তা নিয়ে গঠিত উপজেলা ছাত্রলীগ তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে পুরো উপজেলা ব্যাপি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের ক্ষেত্রে ছাত্রলীগ কিভাবে রাজনীতীর মাঠ চাঙ্গা রাখবে সেই লক্ষেই কাজ করছে তারা। নৌকার বিজয় ছাড়া বিকল্প কিছু তারা ভাবছেনা বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এছাড়া অন্য সকল সহযোগী সংগঠন একই লক্ষে তাদের সাংগঠনিক তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে বরে দলীয় সূত্রে জানা গেছে।