টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, শনিবার, ২ নভেম্বর ২০১৯ | ৫০০

ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০বছর পূর্তি উপলক্ষে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। 

শনিবার(২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বিশিষ্ট ক্রীড়ামোদী অ্যাডভোকেট আলী ইমাম তপন, টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। 

অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ অংশ গ্রহন করছে।