মেজর জেনারেল মাহমুদুল হাসান আর্দশ মহাবদ্যিালয়ের নবীন বরণ অনুষ্ঠিত


টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আর্দশ মহাবদ্যিালয়ের নবীন বরণ,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর শনিবার সকালে কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান মেনু, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আব্দুর রহমান।