বিয়ের ১২ দিনের মাথায় নববধুর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৫ পিএম, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ | ৪৩৪

নাটোরের বড়াইগ্রামে বিয়ের মাত্র বারো দিনের মাথায় রুখসানা পারভীন মিম (১৭) নামে এক নববধু আত্মহত্যা করেছে। অন্য ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে স্বামীর মারপিট ও নির্যাতন সইতে না পেরে কীটনাশক পান করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

নিহত রুখসানা উপজেলার তিরাইল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিনি বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের দ্বাদশ শ্রেণীতে ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, গত ১৯ অক্টোবর রুখসানাকে তার মতের বিরুদ্ধে ফুফাতো ভাই সাইফুল ইসলামের সাথে বিয়ে দেয়া হয়। কিন্তু অন্য ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে এমন অভিযোগে গত ২৮ অক্টোবর স্বামী সাইফুল ইসলাম রুখসানাকে ঘরে আটকে বেদম মারপিট করে। এতে ক্ষোভে অভিমানে ওই দিন বিকেলে রুখসানা সবার অগোচরে নিজ শোবার ঘরে কীটনাশক পান করে। পরে তার গোঙানীর শব্দে স্বজনেরা বুঝতে পেরে তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সন্ধ্যায় তিনি মারা যান।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে। এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।