আলোকিতপ্রজন্মে সংবাদ প্রকাশে

২শ টাকা করে ফেরত পেল জেএসসি পরীক্ষার্থীরা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩ এএম, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ | ৬৯৫

আলোকিতপ্রজন্ম.কম এ সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের মির্জাপুরে গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জেএসসির প্রবেশপত্র বাবদ নেওয়া ২শ টাকা ফেরত দিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ জেএসসি পরীক্ষার্থীদের ডেকে এনে টাকা ফেরত দিয়েছেন বলে শিক্ষার্থ অভিভাবক এবং স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, ওই বিদ্যালয় থেকে এবছর ২৮৬ জন ছাত্রছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নিবে। আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। পরীক্ষার প্রবেশপত্র পেতে প্রত্যেক শিক্ষার্থীকে গুনতে হয়েছে ২০০ টাকা। এই ২০০ টাকা বিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রকার রশিদ ছাড়াই আদায় করেন।

ওই বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বিজয় ঘোষ জানান, পরীক্ষার প্রবেশপত্র নিতে তার নিকট থেকে ২০০ টাকা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

একই কথা জানান ওই বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী জনি আহমেদ, শাহেদ ও কাউসার।

এ ব্যাপারে আলোকিতপ্রজন্ম.কম এ একটি সংবাদ প্রকাশিত হয়্। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদের হস্তক্ষেপে বিদ্যালয় কর্তৃপক্ষ জেএসসি পরীক্ষার্থীদের টাকা ফেরত দেন।

এ ব্যাপারে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের মোবাইল ফেনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, বিষয়টি জানতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিলো টাকা ফেরত দিতে। বৃহস্পতিবার সব পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হয়েছে বরে তিনি নিশ্চিতকরেন।