এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯
রতনগঞ্জের গোল বন্যায় ভাসলো হাজী বাড়ী


ওয়ালটনের সৌজন্যে এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে হামিদুলের হ্যাট্রিকে জয় পেয়েছে কালিহাতীর রতনগঞ্জ ইলেভেন স্টার ক্রীড়া চক্র।
রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এইচ- গ্রুপের তমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে গাজীপুরের চন্দ্রার হাজী বাড়ী যুব সংঘকে ৫-০ গোলে পরাজিত করে কালিহাতীর রতনগঞ্জ ইলেভেন স্টার ক্রীড়া চক্র।
খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইলেভেন স্টার। ম্যাচের শুরু থেকেই হাজী বাড়ীর কোর্টে বল চাপিয়ে রাখে তারা। নির্ভুল পাস আর গতিময় ফুটবল উপহার দিতে থাকে ইলেভেন স্টার। খেলার ১০ মিনিটের মাথায় হাজী বাড়ীর আকাশী শিবিরের জালে প্রথম আঘাত আনে রতনগঞ্জের ১০ নাম্বার জার্সিধারী খেলোয়ার আলামিন। ডিবক্সের ভিতর থেকে হাজী বাড়ীর গোল রক্ষক মো: সাব্বিরকে বোকা বানান তিনি। প্রথমার্ধের বাকি সময়ে একাধিকবার রতনগঞ্জের সীমানায় বল নিয়ে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয় হাজী বাড়ী। ফলে ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ইলেভেন স্টার ক্রীড়া চক্র।
দ্বিতীয়ার্ধ শুরু থেকেই গোল বন্যায় ভাসতে থাকে হাজী বাড়ী ক্রীড়া চক্র। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের সময় হাজী বাড়ীর জালে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল করেন রতনগঞ্জের ৯৯ নাম্বার জার্সিধারী খেলোয়ার হামিদুল। আলামিনের পাসে ডান প্রান্ত থেকে তিনি হাজী বাড়ীর জালে বল ঢুকান।
এর ৭ মিনিট পর অর্থাৎ দি¦তীয়ার্ধের ১০ মিনিটের মাথায় আবারও আকাশী শিবিরে আবারও আঘাত হানেন হামিদুল। গোলবারের কয়েক হাত সামনে থেকে আক্রমন আনেন তিনি। কিন্তু হামিদুলের সেই শট পাঞ্চ করে ফিরিয়ে দেন গোল রক্ষক সাব্বির। সাব্বিরের ফিরিয়ে দেয়া বলে আবারও শট করেন হামিদুল। সেই বলও গোল বারে লেগে ফিরে আসলে তৃতীয় বারের মাথায় গোল করতে সফল হন হামিদুল। ফলে রতনগঞ্জ এগিয়ে যায় ৩-০ গোলে।। টানা ৩ গোল হজমের পর খেই হারায় হাজী বাড়ী। ভুল পাসে বার বার রতনগঞ্জের খেলোয়ারদের বল দিয়ে দেয় তারা। ১৫ মিনিটের মাথায় আবারও গোল করে বসেন প্রথম গোল করা আলামিন। বাম প্রান্ত থেকে গোল করে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে ৪-০ তে এগিয়ে নেয় সে। ৫ মিনিটের ব্যবধানে আবারও গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন হামিদুল। সজিবের পাসে হেড করে গোল করেন তিনি। আর এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে প্রথম হ্যাট্রিক তুলে নেন হামিদুল। খেলার বাকি ৫ মিনিটে আর গোলের দেখা পায়নি কোন দল। শেষ বাঁশি বাজার সময় রতনগঞ্জ ইলেভেন স্টার ক্রীড়া চক্র ৫-০ গোলে এগিয়ে ছিলো।
আগামী ১ নভেম্বর শুক্রবার ডি গ্রুপের ম্যাচে ভবানীপুর যুব উন্নয়ন সংগঠন মুখোমুখী হবে বীরপুশিয়া প্রগতি যুব সংঘের।
উল্লেখ্য, দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিল্পের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ¦ এস এম নজরুল ইসলাম এর স্মরণে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামের আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে গত ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯’। স্থানীয় গোসাই জোয়াইর আদর্শ যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশ নিচ্ছে।