আগামীকাল শেখ হাসিনা মেডিকেল কলেজ একাডেমিক ভবনের উদ্বোধন

আগামীকাল টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ এর একাডেমিক ভবন উদ্বোধন করা হবে বলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর সকালে একাডেমিক ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.নুরুল আমিন মিঞা।
তিনি বলেন ২৭ অক্টোবর রোববার সকাল ১১টায় কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।
সভাপতিত্ব করবেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
সংবাদ সম্মেলন আরোও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার গোলাম আহাদ,জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. শহীদুল্লাহ কায়সার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মোখছেলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ১৯৭৪ সালে জেলায় প্রথম ৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্থাপনের পর দাবি উঠে একটি মেডিকেল কলেজের। ১৯৭৪ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নান ২৫.২ একর প্রাচীর ঘেরা সীমানায় স্থাপন করেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল। এরপর থেকে দাবি ওঠে একটি সরকারি পরিপূর্ণ মেডিকেল কলেজের। কালের বিবর্তনে জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও মেডিকেলের বিষয়টি ঝুঁলে ছিল।
২০১২ সালের ৩০ জুন টাঙ্গাইলের ভূঞাপুরের একটি জনসভায় শেখ হাসিনা ঘোষণা দেন ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হতে পারলে টাঙ্গাইলে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে ২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ট্রমা সেন্টারকে মেডিকেল কলেজ ভবনে অনুমোদন করে ছাত্র ভর্তির অনুমতি দেওয়া হয় ।
জাতীয় সংসদে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালটি শেখ হাসিনা এর নামে নামকরণের প্রস্তাবনা আনলে স্বাস্থ্যমন্ত্রী তাতে সমর্থন দেন। পরে প্রস্তাবটি জাতীয় সংসদে গৃহীত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর ২০১৭ সালের ৫ এপ্রিলের সভায় নামকরণে বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত নামানুসারে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ করা হয় শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল।