টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


টাঙ্গাইলে বাসাইল থানায় অভিযান চালিয়ে রমিউল হাসান মকিম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে ১১৩ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব।
২৪ অক্টোবর বৃহস্প্রতিবার রাতে নাহালী লৌহজং উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী বাসাইল থানার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আটককৃত আসামীর কাছ থেকে ১১৩পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়।