মির্জাপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক অনুষ্ঠান


টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলে-স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের রনঙ্গণের গল্প শুনাচ্ছেন।এ উপলক্ষে দেওহাটা আলহাজ জোনাব আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা মাসব্যাপি মুক্তিযোদ্ধা, শহীদ অথবা প্রয়াত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারীর সাক্ষাাৎকার গ্রহণ করে। মাসব্যাপি এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের বৃহস্পতিবার ছিল শেষ দিন। ছাত্র-ছাত্রীরা তিনটি গ্রুপে সাক্ষাতকার গ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ নির্দেশনা বাস্তবায়ন করছেন। তারই ধারাবাহিকতায় অত্র বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরে ছাত্র-ছাত্রীরা খুবই আনন্দিত। তারা তাদের উচ্ছ্বাস ও আনন্দের কথা জানিয়েছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ছিবার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুরেশ সরকার, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিনের স্ত্রী সাহেরা বেগম, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়ার কন্যা সাহিদা বেগম, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিন্নাহ সিকদারের পুত্র নাইম সিকদার, মুক্তিযুদ্ধের সময় ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শামসুল হক, যোগেশ বাকালি এবং সাবেক প্রধান শিক্ষক মো. শামসুল আলম উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে ছাত্র-ছাত্রীদের সামনে সাক্ষাতকার দিয়েছেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।