স্বাস্থ্যসেবাগ্রহীতাদের জন্য চেয়ার বিতরণ

সখীপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৭ পিএম, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ | ৪৩৫

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ৩৭টি কমিউনিটি ক্লিনিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বহি:বিভাগের সেবাগ্রহীতাদের বসার জন্য চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতার সম্পাদক মুহাম্মদ ছবুর রেজা’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মৌসুমী সরকার রাখী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. রাফিউল করিম খান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহিনুর আলমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।