ইলিশ মাছ ধরায় ভুয়া সাংবাদিকসহ ১৯ জনের কারাদন্ড

স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৩:১২ পিএম, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ | ৪০৯

টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ১৯ জনকে ১০দিন করে কারাদ- দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের ১০দিন করে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। 

ইলিশ মাছ কিনতে আসা এ সময় এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয়দানকারী হুমায়ুন কবির নামের একজন ভুয়া সাংবাদিককেও আটক করে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

তার বাড়ি গাজীপুর জেলায়। রোববার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা। 

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে জেলেরা ইলিশ মাছ ধরছিল। 

এ সময় অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিকসহ ১৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাদ- দিয়ে জেলহাতে পাঠানো হয়।