বাসাইলে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত


সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” “সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে শেষ হয়।
এরআগে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর -রশিদ খান, কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হবিবুর রহমান চৌধুরী হবি,জেলা স্বাস্থ্য প্রশিক্ষক জনস্বাস্থ্য প্রকৌশলী মো: নাঈম খান , উপজেলা শিক্ষা অফিসার বাবু দীপক গ্বোসামী, উপজেলা ব্র্যাক ওয়াশের প্রোগ্রাম আর্গানাইজার তাসলিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুল ইসলাম।