৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ

নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

নাগরপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ | ৪৮৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনিস্কোর মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ^প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের নেতৃত্বে র‌্যলিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ্ মোঃ শামসুজ্জোহা, উপজেলা আ’লীগের সাধারন সম্পদক মো: কুদরত আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: সুজায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, ছিদ্দুকুর রহমান সিদ্দীক, মো: শওকত হোসেন, দাউদুল ইসলাম দাউদ, আনোয়ার হোসেন, মতিউর রহমান মতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রমান্যচিত্র প্রদর্শনী, শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।