ধনবাড়ীর কদতলী-বাজিতপুর সড়কের বেহাল দশা


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কদমতলী বাজার থেকে বাজিতপুর(পাগলাবাড়ী মোড) পর্যন্ত অভ্যন্তরীন সড়ক বেহাল দশা অবস্থায় পড়ে থাকলেও দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় জন দূর্ভোগ চরমে পৌছেছে।
কদমতলী বাজার থেকে বাজিতপুর(পাগলাবাড়ী মোড) পর্যন্ত প্রায় ১ কি.মি. সড়কটি এখন সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। একটু বৃষ্টি হলেই সড়কে হাটু পানি জমে যায়। রাস্তায় পানি আর কাদা জমে দূর্গন্ধ ছড়ায়। এতে জনস্বাস্থ্য হুমকির সম্মুখিন হচ্ছে। অথচ কদতলী বাজার বাজিতপুর সড়কের এ রাস্তাটি বীরতারা ইউনিয়নের প্রাণ কেন্দ্র ।
এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শতশত ছাত্র-ছাত্রী যাতায়াত করে। রাস্তাটি বাজারের প্রধান রাস্তা হওয়ায় পণ্য পরিবহন, হাসপাতালে রোগী আনা-নেওয়াসহ প্রতিদিন হাজার হাজার পথচারীকে চলাচল করতে হয়।
এদিকে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় একটু বৃষ্টিতেই সড়কে হাটু পানি জমে। দেখে মনেই হয়না এটি সড়ক না সরু খাল। এ অবস্থায় প্রতিনিয়ত অবর্ননীয় দূর্ভোগের মধ্যে চলাচল করলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের এ বিষয়ে নজর দেয়ার যেন ফুসরত পাচ্ছেন না।
কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণীর ছাত্র মুবীন হাসান সোয়াদ,দশম শ্রেণীর ছাত্রী মৌ, রনি, চরপাড়া মোহাম্মদ আলী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে পড়–য়া ছাত্রী সীমা আক্তার, সুমাইয়া, রিপা,সেতু,দিপা , অন্তরা ও ধনবাড়ী বয়েজ কলেজে ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তৃষ্ণা,মেঘল জানান, এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা উচিত।