সারা দেশে এক হাজার স্টেডিয়াম নির্মাণ করা হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | ১৩০৩

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল বলেছেন, যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সারা দেশে আরো এক হাজার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন খেলার পৃষ্ঠপোষক স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ এর সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫ এর সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদের কবল থেকে দুরে থাকতে সহায়ক ভুমিকা রাখে। তাই যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল ফাইনালে বাংগল্লা কল্যান সমিতি ২-০ গোলে সাফর্তা জন কল্যান সমিতিকে পরাজিত করে শিরোপা জয় করে।

১৫ দিন ব্যাপি এই টুর্নামেন্টে টাঙ্গাইল ও মির্জাপুরের বিভিন্ন এলাকার মোট ৮ টি দল লীগ পর্যায় নক আউট পদ্ধতিতে অংশ নেয় বলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানিয়েছেন।

এদিকে বৃধবার ও বৃহস্পতিবার সকালের বৃষ্টি বাধ সাধার সম্ভাবনা দেখা দিলেও দুপুরে সূর্যের মুখ দেখার সাথে সাথে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লোকে লোকারন্য হয়ে পড়ে। মাঠের চারপাশে তিল ধারনের ঠাই ছিলনা।