কালিহাতীতে ৭ দাবীতে বিটেক শিক্ষার্থীদের মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪১ পিএম, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ | ১৭৭৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বশরীরে উদ্বোধন সহ ৭ দাবীতে ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) ক্যাম্পাসে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনটি ক্যাম্পাসের ছয় দফা চত্বরসহ একাডেমিক ভবন থেকে মসজিদ পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীদের ৭দফা দাবীগুলো হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বশরীরে উদ্বোধন, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য ২ টি কলেজ বাস বরাদ্দ, নতুন ছাত্র হল নির্মান, নিরবিচ্ছিন্ন বিদুৎ ব্যবস্থা ও বন্ধ সাব স্টেশন চালু, কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ল্যাবরেটরি চালু, ওয়াইফাই সংযোগ চালু ও সুরক্ষিত ছাত্রী হল নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোসাইটি অব বিটেক স্টুডেন্টের সভাপতি মোঃ আশরাফুল, সহ-সভাপতি শামীম হোসেন পান্না,ইমতিয়াজ আহম্মেদ,সাধারন সম্পাদক নিজামুল হক রনি,যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল ভূইয়া, ৩য় বর্ষ সভাপতি মোঃ ইউসুফ সহ আরো অনেকে।