ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদরাসায় দাখিল ফরম পূরণে অনিয়ম

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০২ পিএম, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ | ১৫০২

ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদরাসায় দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ জামানত নিয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের ফরম পূরণে সুযোগ দেয়ার অভিযোগ উঠেছে। আর এতে করে প্রতিবছরই ফলাফল বিপর্যয় ঘটায় শিক্ষার্থীদের ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল।

সরেজমিনে জানাযায়, ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী হামিদপুর ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অনেক গুণীজন উপহার দিয়েছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের গত কয়েক বছরের ফলাফল বিপর্যয়ে চরম হতাশা,উৎকন্ঠা ও উদ্বেগ লক্ষ করা গেছে সুধীজনদের মধ্যে। গত বছরের দাখিল পরীক্ষায় অনিয়মিত ৩ জনসহ ৪৪ জন অংশগ্রহন করে পাশ করে মাত্র নিয়মিত ১১ ও অনিয়মিত ৩ জন।

এমতাবস্থায় এ বছরও ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের ফরম পূরণে সুযোগ দেয়া হচ্ছে অতিরিক্ত অর্থ আদায়,জামানত নিয়ে। ৫/৬বিষয়ে অকৃতকার্যদেরও ফরম পূরণে সুযোগ দেয়ার অভিযোগ উঠেছে, বিষয়প্রতি ৫০০ টাকা করে জামানত ছাড়াও, অকৃতকার্য জরিমানা ১ হাজার টাকা ও নিয়ম বহিঃর্ভূতভাবে কোচিং ফির নামে নেয়া হচ্ছে অতিরিক্ত ১ হাজার ৫শত থেকে ২ হাজার ৫শত টাকা।

এ বিষয়ে অধ্যক্ষ আ.স.ম ফয়জুল্লাহ সিদ্দিকী গত বছরের দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কথা স্বীকার করে বলেন ফলাফল বিপর্যয় রোধে জামানত নেয়া হচ্ছে।

এ বিষয়ে মাদরাসা পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন সিদ্দিকী বলেন, বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ ১৪ নভেম্বর উত্তীর্ণ হওয়ায় ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি অবগত নই।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম শাসছুল হক বলেন,জামানত নেয়ার কোন বিধান নেই। বোর্ড ফি ব্যতীত অতিরিক্ত ফি নেয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ১৯ নভেম্বর রোববার উপজেলা পরিষদে সভা আহ্বান করা হয়েছে।