বাসাইলে বাল্যবিয়ে ঠেকালেন সহকারী কমিশনার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭ পিএম, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ | ৩৯৪
টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিয়ের অভিশাপ থেকে বেঁচে গেলো স্থানীয় হাবলা টেংগুরিয়াপাড়া গ্রামের কিশোরী জাকিয়া আক্তার(১৪)। সে হাবলা টেংগুরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী । 
 
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুন নাহার তার বাল্যবিয়ে ঠেকান।

জানাযায়, টেংগুরিয়াপাড়া গ্রামের জাকির হোসেন পাশ্ববর্তী দেলদুয়ার উপজেলার এক ছেলের সাথে তার মেয়ে জাকিয়া আক্তারের বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন। শুক্রবার(৪ঠা অক্টোবর) দুপুরে কনের বাড়িতে খাওয়াদাওয়া শেষে বিয়ে পড়ানোর আয়োজন করা হয়।
 
গোপন সংবাদ পেয়ে সহকারী কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিয়ে পড়ানোর আগমূহূর্তে ওই বাড়িতে অভিযান চালান এবং কনে  ও কনের মাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের পরিবারকে ৫ হাজার টাকা জরিমান করা হয় এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেনা মর্মে মুচলেকা দেন মেয়ের বাবা।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না  বলেন, উপযুক্ত বয়স হওয়ার আগে আবারও মেয়েটির বিয়ে দেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।