টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নতুন পুলিশ বক্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ | ৭৮২

২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুুলিশ বক্সের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে পুলিশ বক্সের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আলহাজ¦ ছানোয়ার হোসেন।

এসময় জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, হাসপাতালের তত্বাবধায়ক ডঃ নারায়ন চন্দ্র সাহা, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।