বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে

মির্জাপুরে ৮ মুক্তিযোদ্ধার স্বাক্ষাৎকার নিলো শিক্ষার্থীরা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০ এএম, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ | ৫৮৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাাপুরে সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় ও দেওহাট এজে উচ্চ বিদ্যালয় দুইদিনে ৮ জনমুক্তিযোদ্ধার স্বাক্ষাতকার গ্রহন করেছে শিক্ষার্থীরা। একইসাথে তারা ৮ জন শহীদ বা প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং ৮ জন মু্িক্তযুদ্ধের প্রত্যক্ষদর্শীর স্বাক্ষাতও নিয়েছে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের দ্বারা তাদের এলাকার মুক্তিযোদ্দা, শহীদ মুক্তিযোদ্ধা বা প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষাতকার গ্রহন মির্জাপুরে শুরু হয়েছে।

এই নির্দেশনা পেয়ে সদরের মির্জাপুরে সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় ২৫ টি গ্রুপে বিভক্ত হয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে এই স্বাক্ষাতকার কার্যক্রম শুরু করে। তারা দুইদিনে ৫ জন মুক্তিযোদ্দা ৫ জন প্রত্যক্ষদর্শী এবং ৫জন শহীদ বা প্রয়াত মুক্তিযোদ্ধা পরিকবারের সদস্যের স্বাক্ষাতকার গ্রহন করেছে বলে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান জানিয়েছেন। তিনি জানান, শিক্ষকদের সহায়তায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয় এবং বাড়িতে দুই জায়গাতেই স্বাক্ষাতকার নিচ্ছে। তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৪৫ জন মুক্তিয্দ্ধোা ৪৫ জন প্রত্যক্ষদর্শী এবং ৪৫ জন শহদি বা প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের স্বাক্ষাতকার নিবে বলে তিনি জানান।

এদিকে উপজেলার দেওহাটা এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম জানান, মঙ্গলবার থেকে তারা এই স্বাক্ষাতকার কার্যক্রম শুরু করেছেন। প্রথম দিন তাদের শিক্ষার্থীরা ৩ জন মুক্তিযোদ্ধা ৩ জন শহীদ বা প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং ৩ জন মুক্তিযোদ্ধের প্রত্যক্ষদর্শীর স্বাক্ষাতকার গ্রহন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নিয়ে মিটিং করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই স্বাক্ষাতকার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই কার্যক্রমের ছবি এবং ভিডিও ক্লিপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।