সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ

টাঙ্গাইলে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ৪২৫

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় টাঙ্গাইলে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটরিয়ামে জেলা তথ্য গণযোগাযোগ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেদ মিঞা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মানুনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন।