টাঙ্গাইলে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


টাঙ্গাইলে ৭৯৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
গতকাল গভীর রাতে জেলার নাগরপুর উপজেলার আগদিঘুলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার মাদক স¤্রাট হিসেবে পরিচিত মৃত হাতেম আলীর ছেলে মোঃ হাসমত আলী ওরফে হাসু (৩৫), তার সহযোগী ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ সেলিম মিয়া (৩০), একই উপজেলার ভাতশালা গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৫৪)।
টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ শফিকুর রহমান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-১২ এর একটি দল নাগরপুর থানায় অভিযান চালায়। এসময় উপজেলার আগদিঘুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই এলাকার মাদক সংবাদ হিসেবে পরিচিত মোঃ হাসমত আলী ও তার সহযোগী মোঃ সেলিম মিয়াকে ৪১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে একই উপজেলার ভাতশালা গ্রামে অপর এক অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেনকে ৩৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।