ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ৪৫৩

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৯ সেপ্টম্বর) সকালে পোড়াবাড়ি-গারোবাজার সড়কের ছনখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার পুলিশ ও দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানায়, পোড়াবাড়ি-গারোবাজার সড়কের ছনখোলা নামক স্থানে সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় ।

এ সময় উপজেলার দিগড় গ্রামের কাজিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪০) গুরুতর আহত হয়। গুরতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে একজন সবজি ব্যবসায়ী । এ ঘটনায় সিএনজি চালক মুন্নাফ আহত হয়।