ডিএমপির ২৩ এসির বদলি


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার ডিএমপি হেডকোয়ার্টারের এক অফিস আদেশে এ বদলি করা হয়। একই সঙ্গে এ আদেশ দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর ডিএমপির আইন-শৃঙ্খলা ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে এসব কর্মকর্তাদের বদলি করা হল।