বাসাইলে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ৪৫৯
 
টাঙ্গাইলের বাসাইলে রবিন হোসেন (৩০) নামের এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ দন্ডাদেশ প্রদান করেন। রবিন বাসাইল পূর্বপাড়ার আব্দুল আজিজের ছেলে। 
 
সংশ্লিষ্টরা জানান, শনিবার সকালে বাসাইল থানা পুলিশ বাসাইল পূর্বপাড়া এলাকা থেকে গাঁজাসহ রবিনকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উঠালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।