সরিষাবাড়ীর শহীদ নগরে গণহত্যা দিবস পালন

হাফিজুর রহমান
প্রকাশিত: ০৪:০৩ পিএম, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ৪২৯

১৯৭১ সালের মহান স্বাধীনতা মুক্তিযোদ্ধের সময় টাঙ্গাইলের ধনবাড়ীর পার্শ্ববর্তী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল শহীদ নগরে শহীদদের স্মরণে বুধবার (২৫সেপ্টেম্বর)সকালে“শহীদ নগর গণহত্যা দিবস উদযাপন কমিটির আয়োজনে”গণহত্যা দিবস পালিত হয়েছে।

সকাল৮ টায়শহীদ বেদীতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্তার শান্তি কামনায় মোনাজাত করাহয়।

পরে শহীদ নগরের স্মৃতিফলকের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা কাশেম আলীর সভাপতিত্বে ও আব্দুল লতিফের উপস্থাপনায় বক্তব্য রাখেন- কাদেরিয়া বাহিনীর অধিনায়ক হনুমান কোম্পানীর কমান্ডার কাজী আশরাফুল হুমায়ুন বাঙ্গাল,জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার সুজাত আলী ফকির, বীরপ্রতীক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গোপালপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছোবাহান তুলা, ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা ঘোষক আবুল হোসেন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী, বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,১৯৭১ সালের২৫ সেপ্টেম্বর এই দিনে জামালপুর ও উত্তর টাঙ্গাইলের মানুষের স্বাধীনতা আনতে পাকিস্থানী হানাদার বাহিনীর হাতে সম্মূখ যোদ্ধে ১০ জন মুক্তিযোদ্ধা সহ প্রায় শতাধিক সাধারণ মানুষ শহীদ হন।