আদিতমারী আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা,গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আসামি ছিনিয়ে নেয়ার সময় সাইফুল ইসলাম (৩০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
২৩ সেপ্টেম্বর সোমবার আসামি সাইফুল ইসলামকে গ্রেফতারের জন্য দীর্ঘলটারী রাবার ডাম এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় পুলিশের ওপর হামলা করে পালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছুড়লে সন্ত্রাসী সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলামের লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দিঘলটারী ডিগ্রীরচর গ্রামের নুর কাশেমের ছেলে।
আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন এ ঘটনায় সন্ত্রাসীদের হামলায় এক এসআইসহ তিনি পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।গ্রেফতারকৃত সাইফুল ইসলাম এর বিরুদ্ধে থানায় দু’টি মামলা রয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ।
তিনি আরোও বলেন মাদক পাচারকারী চক্রের মূল হোতা সাইফুল ইসলাম কাঁটাতারের বেড়াহীন ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকায় বসবাস করে অপরাধে জড়িয়ে পড়েন। অপরাধ সংগঠনের পরপরই কৌশলে ভারতে অবস্থান নেওয়ায় ইতোপূর্বে তাকে গ্রেফতার করতে একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। এর মধ্যে একটি অভিযানে উপ-পরিদর্শক (এসআই) জাহিদকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সে। আজ সন্ত্রাসী সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।