ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবি, একজনের মৃত্যু

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬ এএম, রোববার, ২২ সেপ্টেম্বর ২০১৯ | ৩৭৪

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় আব্দুল জলিল নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোবাবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে কালিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ পাড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল ঘাট থেকে রোবাবার সকাল ১১টার দিকে একটি নৌকা ৩০-৪০ জন যাত্রী এবং ধান, পাট, কলাইসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যমুনা নদী হয়ে গোবিন্দাসী হাটের দিকে রওনা দেয়। নৌকাটি কালিপুর নামক স্থানে এসে পৌছলে অতিরিক্ত মাল বহনের কারনে নৌকাটি ডুবে যায়। নৌকার সমস্ত লোকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। আব্দুল জলিল ডুবে যায়। অনেক খোঁজাখুজি করে তার লাশ উদ্ধার করা হয়।

গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মাল বহনের কারনেই নৌকাটি ডুবে যায়। এতে আব্দুল জলিল মারা গেলেও অন্যরা সাঁতরে তীরে উঠেতে সক্ষম হয়। তবে নৌকার ধান, পাট, কলাইসহ অন্যান্য জিনিসপত্র পানির নীচে নৌকাতেই রয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।