ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ১২:২০ পিএম, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ৫২১

ভূঞাপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।

নির্বাচনে খানুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সভাপতি এবং মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান আরজু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি পদে আব্দুর রহমান পান ৩১৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুদ্দোহা জোয়ার্দার পান ২৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আজিজুর রহমান আরজু পান ৩৩৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম খান পান ২৩৯ ভোট। মোট ৬১৮ জন ভোটারের মধ্যে ৫৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ সরকার।