ব্রাক্ষণ শাসন ডা.মতিউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে 

সাবেক এমপি মতিউর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৫ পিএম, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ৪৫১

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মতিউর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটাইল ব্রাক্ষণশাসন বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর ডা.মতিউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দিগর ইউনিয়নের সাবেক সহ সভাপতি কাজী আল হেলালী, তথ্যও প্রযু্িক্ত বিষয়ক সম্পাদক মো.সানোয়ার হোসেন,সরকারী সাদত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য ও জেলা ছাত্রলীগ নেতা মো.মাসুদ রানা,কালিহাতি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মো.জাহিদুল ইসলাম জাহিদ,ঘাটাইল উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক রাকিব খান,দেউলাবাড়ী ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন খান, ডা.মতিউর রহমান স্মৃতি সংসদের সভাপতি মো.রুবেল আহম্মেদ,সাধারণ সম্পাদক মো.নাজমুল ইসলাম,সহ সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ২০১২ সালের ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঘাটাইল আসন থেকে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া আওয়ামী লীগের এই নেতা। ডা. মতিউর রহমানের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। হৃদরোগ বিশেষজ্ঞ মতিউর রহমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। ১৬ সেপ্টেম্বর (সোমবার) ঘাটাইল উপজেলার নিজ গ্রামের খিলগাতি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মতিউর রহমান ময়মনসিংহ ও সিলেট মেডিক্যাল কলেজে পড়ালেখা করেছেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি লন্ডনের একটি নামকরা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা সাস্ত্রে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ছিলেন বিশ্ব বিখ্যাত একজন কার্ডিওলজিস্ট। তিনি সৌদি আরবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সৌদি আরব আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বাংলাদেশে শিকদার মেডিক্যালেও তিনি দীর্ঘদিন চিকিৎসা সেবা প্রদান করেছেন। ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালের তিনি মালিকানায় শেয়ার ছিলেন এবং উক্ত হাসপাতালে তিনি কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ বরেণ্য ব্যাক্তিবর্গ সহ অসংখ্য রোগীর সেবা দিয়ে গিয়েছেন মরহুম ডা: মতিউর রহমান।

ঘাটাইলের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।