মিঠাপুকুরের পানিতে ডুবে ২ আদিবাসী শিশুর মৃত্যু


রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ী আদিবাসী মন্দির পাড়া গ্রামে গতকাল সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে ২ আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে।
এলাবাসীর সূত্রে জানা গেছে,উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ী আদিবাসী মন্দির পাড়া গ্রামের অতুল লাকড়ার পুত্র নিরব লাকড়া (২) ও একই গ্রামের সুখিন লাকড়ার কন্যা সুসমিতা লাকড়া(২) তারা দুইজনে চাচাতো- যেঠাতো ভাই বোন।
ছেলে-মেয়ের পিতা -মাতা সকালে ঘুম থেকে উঠে শিশুদেরকে খোঁজা-খুঁিজ করেও কিন্তু তাদের কে পাওয়া যায়নি। পওে বিষয়টি প্রতিবেশীদেরকে জানালে সকলে মিলে শিশুদেরকে খোঁজা-খুঁিজ করেও পুকুরের পানিতে পড়ে মৃত্যু অবস্থায় পাওয়া যায় ।
মৃত্যু ২ আদিবাসী শিশুকে উদ্ধার করা হয়েছে।