রোহিঙ্গাদের জন্য হাসপাতাল নির্মাণ করবে ইরান

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ | ৭১০

মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য হাসপাতাল নির্মাণ করবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে, কবে নাগাদ এর কার্যক্রম শুরু হবে তা জানা যায়নি।

১৩ নভেম্বর (সোমবার) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে চিনি, রান্নার তেল এবং চা-সহ নানারকম ত্রাণ সামগ্রী বিরতণ করেছে ইরান। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে একটি হাসপাতাল গড়ে তোলার।

বাংলাদেশে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি হাসান এসফান্দিয়ার জানিয়েছেন, তারা এর আগে, বিমানে করে বিপুল পরিমাণ কম্বল, খাদ্যসামগ্রী, জরুরি পণ্য এবং ওষুধ পাঠিয়েছে।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে নিজেদের ভিটে-মাটি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছেন।