রংপুর ৩ আসনের উপ নির্বাচনকে নিয়ে লাঙ্গল ও এরশাদের মুর্তিতে আগুন

এম হামিদুর রহমান লিমন
প্রকাশিত: ০৭:২২ এএম, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ | ৬৬৫

রংপুর ৩ আাসন ছিল জাতীয় পার্টির চেয়্যারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের নির্বাচনি এলাকা । তার মৃর্ত্যতে এই আসনটি খালি হয়ে যায়।। তাই আবার রংপুর ৩ আসনে উপ নির্বাচনের জন্য তাফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। আর এই রংপুর ৩ আসনে জাতীয় পার্টির থেকে নমিনেশন দাবি করেন আসিফ শাহারিয়ার।

কিন্তু আফিস শাহারিয়ারকে দল থেকে নমিনেশন না দেয়ায় আসিফ এর সহচর মতিন, রায়হান, আমানত শাহ্ সাগর সহ মতিনের এর সন্তাসী বাহিনী ক্ষীপ্ত হয়ে  গতকাল রাত সাড়ে আট ঘটিকায় পালিচড়ার মতিনের চাতাল থেকে বের হয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ ও জাতীয় পার্টির নির্বাচনী প্রতিক লাঙ্গলে আগুন দিয়ে ক্ষোপ প্রকাশ করে তারা। পরে সদর থানা থেকে অফিসার ইনচার্স তহিদুল ফোর্স নিয়ে আসলে এবং জাতীয় পার্টিরি সকল নেতা কর্মি উপস্থিত হলে মতিন, রায়হান, আমানত শাহ্ সাগর সহ মতিনের এর সন্তাসী বাহিনী পালিয়ে যায়।

জাতীয় পার্টির সদর উপজেলার আহব্বায়ক কমিটির যুগ্ন আহব্বায়ক ও সদ্যপুস্করিনী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব চাঁন মিয়া গনমাধ্যামকে জানান, আমারা সবাই এরশাদ সৈনিক। আমরা এরশাদ ভক্ত। আজ যারা এরশাদ ও লাঙ্গলের মুর্তিতে আগুন দিচ্ছে তারা জাতীয় পার্টির কোন কর্মি হতে পারে না। তারা  এরশাদ সৈনিক হতে পারেনা। তিনি আরো বলেন আমি তাদের এই কর্মকে বা কর্যকলাপ কে আমি নিন্দা জানাই এবং তীব্র ভাবে প্রতিবাদ জানাই । এই জাতীয় পার্টির ঘাতকদের জন্য জেলা লিডার দের কাছে শাস্তির দাবী জানাচ্ছি।

রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলার আহব্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদার রহমান মিলন জানান, যারা আমাদের গ্রাণ প্রিয় নেতা মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের মর্তি ও নির্বাচনি প্রতিক লাঙ্গলে আগুন দিতে পারে তারা আর যাই হোক জাতীয় পার্টির কর্মি হতে পারে না। তাদের বিচার ও তাদের শাস্তির আয়োতায় আনার জন্য জেলা লিডার সহ প্রসাশনের হতক্ষেপ কামনা করছি।

অফিসার ইনচার্স তহিদুল জানান, আমরা তদন্ত করছি । এবং তদন্ত করে অপরাধীদের চিহিন্ত করে বিচারের আতোয়াত আনা হবে।

মতিন, রায়হান, আমানত শাহ্ সাগর সহ মতিনের এর সন্তাসী বাহিনী ভয়ে গনমাধ্যমকে কিছু বলতে চায়নি এলাকবাসি । তবে সকলেই তাদের এই কর্মকান্ডের  জন্য ক্ষোপ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ।এলাকাবাসী এই ঘটনার সুষ্ট বিচার দাবি করছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এরশাদ ভক্ত ও জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোপ মিছিল বের করে। এবং প্রসাশনের উর্ধ্বতম কর্মকর্তাদের কাছে সুষ্ট বিচারের দাবি করেন এরশাদ ভক্ত ও জাতীয় পার্টির নেতা কর্মীরা