ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশনের সভাপতি হলেন চেয়ারম্যান আজাহার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০ পিএম, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | ৫০৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনের(উচ্চ বিদ্যালয়) পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা এগারটার দিকে আর কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

২৫ আগাষ্ট ওই প্রতিষ্ঠানে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান আজাহারুল ইসলাম সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়। নির্বাচিতরা হলেন ভজন মন্ডল, মন্তোষ শিকদার নিরঞ্জন, শাজাহান মিয়া, পারুল বেগম ও সোহেল রানা।

বৃহস্পতিবার ছিল অভিভাবক সদস্য ও অন্যান্য সদস্যদের গোপন ভোটে সভাপতি নির্বাচনের দিন। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় চেয়ারম্যান আজাহারুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনের ( উচ্চ বিদ্যালয়) পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ।