টাঙ্গাইলের তিন পৌরসভায় কর্মবিরতী


সরকারি কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে টাঙ্গাইলের তিন পৌরসভায় একযোগে কর্মবিরতী পালিত হয়েছে।
গতকাল সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মির্জাপুর, সখীপুর ও বাসাইল পৌরসভার কর্মকমর্তা-কর্মচারীরা এ কর্মবিরতি পালন করেছেন।
এ সময় বাংলাদেশ পৌরসভা সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, টাঙ্গাইল জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মির্জাপুর পৌরসভার সচিব আব্দুল হাই, সহকারি প্রকৌশলী মঞ্জুর হোসেন, প্রশাসনিক কর্মকমর্তা শিব প্রসাদ সূত্রধর, সখীপুর পৌরসভার সচিব কামরুল ইসলাম ও কর আদায়কারি বাদশা মিয়া উপস্থিত ছিলেন।
কর্মসূচী চলাকালে বক্তৃতায় তাঁরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকী দেন।