২৬ লাখ টাকা ছিনতাইয়ের পর ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১০ এএম, সোমবার, ২৬ আগস্ট ২০১৯ | ৫০০

মির্জাপুরে দিন দুপুরে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই এক ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। মির্জাপুর সদরের কুমুদিনী হাসপাতাল রোডে এ জে এস কোং এন্ড রেস্তরায় রোববার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

চোরের দল নগদ এক লাখ টাকা ও সিসি ক্যামেরার মনিটরসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে রেস্তরার সাটার খুলে সবকিছু উলট-পালট দেখতে পান। চুরের দল ব্যবসা প্রতিষ্ঠানটির পেছনের লোহার গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে সিসি ক্যামেরার ছবি ধারণ করার মনিটর এবং ক্যাশ বাক্স ভেঙ্গে এক লাখ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

রোববার উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর পরিবেশক অগ্রনী ট্রেডিং কর্পোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৪ ঘন্টা পার না হতেই ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।