ডেঙ্গু উত্তরে চিরুনি অভিযান, পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দক্ষিণের মেয়রের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ এএম, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | ৪৩২

এডিস নিধনে ২০ দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের পুরনো ৩৬টি ওয়ার্ড ১০ ভাগে ভাগ করে প্রতি ভাগে কাজ করবে ১০টি টিম। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ১২শ' বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে।

আগামী সেপ্টেম্বরের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। তবে, ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতার ওপরই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এদিকে সকালে রাজধানীর গুলশান এক থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এর আওতায় উত্তরের পুরনো ৩৬টি ওয়ার্ড দশটি ভাগে ভাগ করে প্রতিভাগে দশটি টিম কাজ করবে। প্রথম ধাপে বসতবাড়ির ভেতর ও এর আশেপাশে এডিস মশার লার্ভা পাওয়া গেলে এসব বাড়ি চিহ্নিত করে সতর্ক করা হবে। তবে, পরের ধাপে অর্থাৎ শেষ দশ দিনে একই জায়গায় লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে বলে জানান উত্তরের মেয়র।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে স্টিকার লাগাবো। পরবর্তীতে গিয়ে আবারও লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরবাসীকে সবার আগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, জনসাধারণ সিটি কর্পোরেশনের সাথে আছে। এই দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও বাঁচার দায়িত্ব আমাদের।

ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে আসবেন। সেজন্য সকাল থেকেই সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা মেডিকেলের আশে-পাশে শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা। অনেক দিন ধরে জমে থাকা ময়লা অল্প কিছুক্ষণে হয়ে যায় পরিষ্কার।

নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর মেয়র আসলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে আধঘণ্টা অবস্থান করে চলে গেলেন। মেয়রের যাবার সাথে সাথেই শেষ হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এমনকি নিয়ম না থাকায় সকালে ব্যবহার করা হয়নি কোনো ফগার মেশিনও।

এদিকে, আক্রান্তের সংখ্যা কমে এসেছে উল্লেখ করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আবারো আশ্বাস দেন সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, আমাদের কর্মসূচির আওতায় ৫৮,৭৪৭ বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে। ১২০০ বাসায় লার্ভা পাওয়া গেছে। সেগুলোকে নষ্ট করে দিয়ে আসা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটির গাফিলতি আছে মন্তব্য করে দেশের উচ্চ আদালত মশার ওষুধ ছিটানো কর্মীরা কে, কখন, কোন ওয়ার্ডে যাচ্ছে এবং কতক্ষণ কাজ করছে তার তথ্য আগামী ২৬ আগস্ট সোমবারের মধ্যে দাখিল করতে দুই সিটিকে নির্দেশ দিয়েছেন।