দিনাজপুরে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রদীপ রায় জিতু, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৯ এএম, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | ৪৩৪
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে মাদক র্নিমূল করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বীরগঞ্জ থানা পুলিশ।
 
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায়  বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের নেতৃত্বে তদন্ত ওসি বিশ্বনাথ দাস গুপ্ত ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মো: রাজু আহম্মদের বাড়িতে ও বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে রান্নাঘরের পাশে মাটির গর্তে লুকিয়ে রাখা ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।
 
এ সময় পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মাদক ব্যবসায়ী মো: রাজু আহাম্মদ (২৫) ও একই এলাকার মো: নেছারুল ইসলামের ছেলে মো: খেরাজ উদ্দিন (২০)কে গ্রেফতার করে।
 
এব্যাপারে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ১৯ তারিখ ১৯/৮/২০১৯, ২৫ বি, ধারা মোতাবেক।