নকলে সহযোগিতা করায় শিক্ষককে অব্যহতি, শিক্ষার্থী বহিস্কার

ভূঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৪ পিএম, শনিবার, ১১ নভেম্বর ২০১৭ | ৭৫১

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করার অপরাধে মাদরাসার এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

শনিবার টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ ভেন্যুতে গণিত পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

অব্যহতি পাওয়া শিক্ষক জাহাঙ্গীর আলম উপজেলার বেতুয়া পলশিয়ার দাখিল মাদরাসার সহকারি মৌলভী ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ ভেন্যুর কক্ষ পরিদর্শক।

এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী জানান, শনিবার জেডিসির গণিত পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার দায়ে মাদরাসার এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

এছাড়াও নকলের সহযোগিতা করার দায়ে কক্ষ পরিদর্শক জাহাঙ্গীর আলম নামের একজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।