পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২০ পিএম, সোমবার, ১২ আগস্ট ২০১৯ | ২১৮

বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টের কাছে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে গেছে। এ ঘটনায় আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে লৌহজং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলার ইউএনও আবিদুল ইসলাম খান।

শিমুলিয়া ঘাট থেকে ২০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি কাঁঠালবাড়ি ঘাটের দিকে আসার সময় মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে স্পিডবোটটি উল্টে যায়। এসময় অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছে ৮ বছর বয়সী দ্বীন ইসলাম রনি।

খবর পেয়ে সেনাবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।

এদিকে, প্রতিকূল আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ করে দেয়া হয় সব ধরনের নৌযান চলাচল।