কুমুদিনী হাসপাতালে ২৪ ঘন্টায় ১৪ ডেঙ্গু রোগী ভর্তি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৫ এএম, সোমবার, ৫ আগস্ট ২০১৯ | ৪৫৭

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে গত দুই স্তাহে ৭৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে শিশুসহ ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যেই ভর্তি হয়েছে ১৪ জন ডেঙ্গু রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই থেকে কুমুদিনী হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করতে পরীক্ষা শুরু হয়।এপর্যন্ত ৭৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ২৪ জন ডেঙ্গু রোগী এখনো কুমুদিনী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। গত ২৪ ঘন্টার মধ্যেই ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে কিট সংকট দেখা দেওয়ায় জ্বরে আক্রান্ত রোগীরা ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন হাসপাতালে ভীর জমাচ্ছে বলে জানা গেছে।

গত তিনদিন ধরে কিট সংকট না থাকলে কুমুদিনী হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পেত বলে হাসপাতালের এজিএম অনিমেশ ভৌমিক জানিয়েছেন