জাতীয় শিক্ষা সপ্তাহ’১৯

১৬ টির মধ্যে ১৫টিতে উপজেলার শ্রেষ্ঠ বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ

বাসাইল( টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৬ এএম, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯ | ৩২৯

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ ১৬টির মধ্যে ১৫টি ইভেন্টে বিজয়ীসহ বাসাইল উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ।

বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বাসাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদেও মাঝে পুরস্কার ও স্মারক প্রদান করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ বাবুল হাসান, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম, বাসাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবুল কাশেম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আল আমিন প্রমূখ।

কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ । শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন অত্র কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আসিফ মন্জুর গালিব , শ্রেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট মোঃ বিল্লাল হোসেন ।

এছাডাও কেরাতে, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, জারিগানসহ মোট ১৬ টি ইভেন্টের মধ্যে ১৫ টি ইভেন্টে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ বিজয়ী হয়েছে। একটি ইভেন্টে বিজয়ী হয়েছে সরকারী জোবেদা রুবিয়া মহিলা কলেজ।