দেড় বছরের সন্তান রেখে চিরনিদ্রায় শায়িত হলেন এসআই কোহিনুর


দেড় বছরের কন্যা সন্তান রেখে চির নিদ্রায় শায়িত হয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশের এসআই কোহিনুর।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজারবাগ পুলিশলাইনসে প্রথম জানাজা এবং জোহরের নামাজের পর তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে অর্জুনা পূর্বপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এস আই কোহিনুরের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ শে জুলাই সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কোহিনুর বেগম নীলাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওইদিনই রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে নেয়া হয়।
সিটি হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) রাখা হয়। ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। সর্বশেষ মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসআই কোহিনুরের স্বামী জহির উদ্দিন প্রাণ কোম্পানীতে কর্মরত। তাহিয়া নামে ১৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।