‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় মশা মারার কার্যকর ওষুধ সংগ্রহের প্রক্রিয়া চলছে’

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ | ৩৮১

ধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে মশা মারার কার্যকর ওষুধ সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় কয়েকটি নির্মাণাধীন ভবনে মশার ওষুধ দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, 'নতুন ওষুধের ব্যাপারে প্রক্রিয়া চলছে, দ্রুততম সময়ের মধ্যে এই কাজ আমরা সম্পূর্ণ করবো। আমাদের যত জটিলতা ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই  জটিলতাগুলো ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠেছি। আমরা এই জটিলতা কাটিয়ে উঠবো, দ্রুততম সময়ের মধ্যে আমরা আরো বেশি কার্যক্রম ওষুধ সংগ্রহ করবো।'