ধনবাড়ীতে শিশু ক্যান্সার নিরাময়ে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা


টাঙ্গাইলের ধনবাড়ীতে ক্যান্সার নিরাময়ে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) মা ও শিশু হাসপাতালের আয়োজনে আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার এবং এনভিআইডিআইএ ফাউন্ডেশন অব ইউএসএ এর যৌথ সহযোগিতায় আশিক মোবাইল পেডিয়াট্রিক প্যারিয়েটিভ কেয়ার ক্লিনিক (পিপিসিসি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
আশিকের প্রতিনিধি ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় শিশু ক্যান্সার নিরাময় সংক্রান্ত স্বাস্থসেবা বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা, মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান আ. ওয়াদুদ তালুকদার সবুজ, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল হাসপাতালের প্যালিয়েটিভ সেবা বিষয়ক ডা. রুবাইয়াত রহমান, আশিক ফাউন্ডেশনের ম্যানেজার কামরুন্নাহার লাভলী, শবনম , সালমা সুলতানা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- মা ও শিশু হাসপাতালের পরিচালক বিপুল রয়, আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান লিটন, হাজী মো: আব্দুল আজিজ, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, জাতীয় পার্টির সভাপতি জীবন মাহমুদ শক্তি, আশিকের প্রতিনিধি আফরিন রুনা সহ অন্যানরা।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ১২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।